করোনায় নিউইয়র্কে আরও দুই সিলেটির মৃত্যু
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ণফরহাদ আহমদঃ
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- সৈয়দ মোঃ রশিদ মুন্না, হাজী মতিউর রহমান, গৌরাঙ্গ বিশ্বাস। দু’জনের দেশের বাড়ি সিলেটে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২৫৭ প্রবাসীর প্রাণ গেল করোনা মহামারিতে।
এদিকে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মেয়র ডি ব্লিজিও বুধবার জানিয়েছেন, নগরীতে এ পর্যন্ত ৮২ জন শিশু পিড্রিয়াটিক মাল্টি ইনফ্লেমাটরি সিন্ড্রোম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার কারণে হঠাৎ শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে।
এ রোগের সূত্র সন্ধান নিয়ে স্বাস্থ্যকর্মীরাও হিমশিম খাচ্ছেন।নগরীতে ৮২ জনের মধ্যে ৫৩ জনের মধ্যেই করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। পাঁচ বছরের একটি শিশু এ রোগের কারণে মারা গেছে।
এ নিয়ে অভিবাবকদের সচেতন থাকার জন্য নগরীর পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা জানিয়েছেন নগরীর মেয়র ব্লাজিও।
নিউইয়র্ক রাজ্যে এন্ড্রু ক্যুমো বলেছেন, আমরা মনে করেছিলাম শিশুরা করোনাভাইরাসের সংক্রমণের বাইরে। এখন প্রতিদিন শিশুদের মধ্যে রহস্যজনক সংক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতি যেকোন অভিভাবকের কাছে নতুন করে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলেও গভর্নর উল্লেখ করেন। . . . . . . . . .






