করোনায় আক্রান্ত বিশ্বনাথ থানার ৪ পুলিশ কর্মকর্তা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২০, ১২:২২ পূর্বাহ্ণসমর আলী:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের ৪ জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তুদের কারো মাঝে করোনার কোনো উপসর্গ ছিলো না। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ৭ জন মানুষ করোনায় আক্রান্ত হলেন।
বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী।
তিনি জানান, গত ১০ মে মোট আটজন পুলিশ সদস্যের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। আজ বুধবার (১৩ মে) এদের মধ্যে চারজন কর্মকর্তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তরা হলেন- এসআই ফজলুল হক, সমুজ মিয়া, এএসআই হেলাল আহমদ ও জাহাঙ্গীর আলম।
তিনি জানান, আক্রান্তদের কোনো উপসর্গ ছিলো না। তারা রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আজ বুধবার (১৩ মে) সিলেট জেলার পাঠানো নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে বিশ্বনাথ উপজেলার এই চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আর পুরো উপজেলায় এই নিয়ে মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। . . . . . . . . .





