ইতালিতে করোনায় প্রাণ গেল আরও এক বাংলাদেশির
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২০, ১০:৫২ পূর্বাহ্ণআন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে লোকমান হাওলাদার (৩০) নামে আরও এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
এ নিয়ে দেশটিতে করোনায় ৯ বাংলাদেশির মৃত্যু হলো।
জানা গেছে, ইতালির সবচেয়ে বেশি সংক্রমিত মিলান শহরে থাকতেন লোকমান হাওলাদার। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের পূর্ব চরনাচরা গ্রামে।
স্থানীয় দোভাষী ও সমাজকর্মী উম্মে হাবিবা শিলা তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
শুধু মিলান শহরেই করোনায় আক্রান্ত হয়ে ছয় প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। এছাড়া বেরগামো শহরে দুজন এবং রাজধানী রোমে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। . . . . . . . . .






