সিলেটে নতুন করে আরো ৩ জন করোনা আক্রান্ত হলেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২০, ৩:৩৫ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলেটে আজ আরো ৩ জন করোনা আক্রান্ত হলেন।
মঙ্গলবার (১২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ৩টি রিপোর্ট আসে পজেটিভ। আর নেগেটিভ রিপোর্ট আসে ৮৮ টি।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন। সিলেট ল্যাব থেকে নতুন আক্রান্ত ৩ জন নিয়ে এখন সিলেট অঞ্চলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।
আজকের আক্রান্ত এই ৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। . . . . . . . . .




