৭১’র চেতনা’র সিলেট জেলা কমিটি গঠন..
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২০, ১০:২২ অপরাহ্ণস্টাফ রিপোর্ট: মুক্তচিন্তার সামাজিক সংগঠন ” ৭১’র চেতনা” এর সিলেট জেলা শাখার অাহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি মো. অালম অাহমদকে অাহ্বায়ক ও মো. শুকরান আহমেদ রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট অাহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. অাব্দুর রহমান, জুবায়ের অাহমেদ খান, মুজিবুর রহমান সোয়েব, মাসুদা শিকদার সাথী, ইফতেখারুল ইসলাম, রেদওয়ান হোসেন ও গোলাম অাফজাল নাদির।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপ ও সাধারন সম্পাদক শবনম জেবীন বলেন, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটি বহাল থাকবে। এবং কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে জেলার সকল উপজেলা ও পৌর শাখার অাহ্বায়ক কমিটি গঠন করে যথাশীঘ্র কেন্দ্রে প্রেরনের জন্য অনুরোধ করেছেন। . . . . . . . . .




