সিলেটের সব মার্কেট বন্ধ ঘোষণা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২০, ৪:২২ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমল, বিপনীবিতান, দোকানপাট খোলার সিদ্ধান্ত দেয় সরকার।
তবে- করোনা পরিস্থিতিতে দোকানপাট খোলা রাখা কতটুকু সঠিক হবে তা নিয়ে ২য় দফায় বৈঠকে বসেন সিলেটের ব্যবসায়ীরা।
আজ শুক্রবার নগর ভবনে সিলেটের সকল ব্যবসায়ীরা বৈঠকে বসেন। এসময় সকল ব্যবসায়ীরা শপিংমল, বিপনীবিতান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নগর ভবনে ব্যবসায়ীদের বৈঠক চলছে।
এদিকে বৃহস্পতিবার (০৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঈদে সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। . . . . . . . . .