খুলছে না সিলেটের বিউটি পার্লার ও সেলুন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০, ৩:১৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টঃ ঈদ উপলক্ষ্যে ১০ মে থেকে থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসময় সিলেটে বিউটি পার্লার ও সেলুন বন্ধ থাকবে।
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
আবু তাহের সুয়েব বলেন, সেলুন ও বিউটি পার্লারে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয় না। গ্রাহকদের সাথে সেবাপ্রদানকরী কর্মীদের শারিরীক সংস্পর্শও ঘটে। ফলে এগুলো থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকে যায়। একারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেটের সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। . . . . . . . . .