আন্দোলন স্তব্ধ করতেই মধ্যরাতে মহিলা কাউন্সিলরের বাসায় হানা!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০, ৩:৪৪ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক : সিসিকের সংরক্ষিত আসন-৪ এর কাউন্সিলর মাসুদা সুলতানার বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ভোটাররা। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে মাসুদা সুলতানার শেখঘাটস্থ বাসার সামনে এই বিক্ষোভ প্রদর্শন করার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি মাসুদা বুধবার মাসুদা সুলতানা ১২ নং ওয়ার্ডের ভোটাররা ত্রাণ পায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি ১২ নং ওয়ার্ডে সিসিকের খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য ওয়ার্ডবাসীর জন্য মানহানীকর বলে দাবি করে বিক্ষোভকারীরা সিলেট প্রতিদিনকে জানায়, ‘১২ নং ওয়ার্ডে শুধু একবার নয়, তিনবার করে আমরা খাদ্য সহায়তা পেয়েছি এবং আমাদের ওয়ার্ড কমিশনার সিকান্দর আলী সবার খোঁজ খবর রাখছেন নিয়মিত। ওয়ার্ড কমিশনারের ওপরে এমন মিথ্যাচার করার প্রতিবাদে আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়েছে। এ সময় বিক্ষোভকারী কাজীরবাজার ব্রিজে গিয়ে মাসুদা সুলতানার বক্তব্যকে মিথ্যা দাবি করে মানববন্ধন পালন করেন।
তবে, মাসুদা সুলতানার ফেসবুক আইডি তারা দেখেছেন কিনা- এ ব্যাপারে জানতে চাইলে বিক্ষোভকারীরা বলেন, বিষয়টি আমরা শোনেছি। তবে কেউ এমন স্ট্যটাস দেখেছেন বলে স্বীকার করেননি বিক্ষোভকারীরা।
এদিকে, বুধবার সিসিকের সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ নিজেদের সাথে বৈষম্যমূলক আচরনের প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দেয়। এই ঘোষণার পর থেকে মধ্যরাতে আন্দোলন ঠেকাতে শুরু করা হয় নতুন মিশন। এমনটি জানিয়েছেন সংরক্ষিত আসনের একাধিক কাউন্সিলর। তাদের দাবি সিসিক মেয়র আরিফুল হকের নির্দেশে ওয়ার্ড কাউন্সিলর সিকান্দরের একটি টিম মাসুদা সুলতানার বাসা ঘেরাও করে। এ সময় আন্দোলনকারীরা ওই সংরক্ষিত কাউন্সিলরকে বৃহস্পতিবারের আন্দোলনে না যাবার অনুরোধ করেন। তাছাড়া, তিনি আন্দোলনে গেলে ১২ ওয়ার্ডে ত্রাণ বিতরণ বন্ধ করে দিবেন সিসিক মেয়র-এমন আকুতিও ছিলো তাদের কণ্ঠে।
এ ব্যাপারে জানতে চাইলে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকান্দর আলী বলেন, ‘আমার ওয়ার্ডের খাদ্য সহায়তাপ্রাপ্ত ভোটাররা এই বিক্ষোভ প্রদর্শন করেছে বলে খবর পেয়েছি আমি।’ কেনো করেছে-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসুদা সুলতানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১২ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়নি বলে অভিযোগ করায় ত্রাণপ্রাপ্তরা এই বিক্ষোভ প্রদর্শন করেছে। তিনি বলেন, ত্রাণপ্রাপ্তরা শুধু একবার নয়, তিনবার করে খাদ্য সহায়তা পেয়েছে। তাই মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদার এমন পোস্ট আপনি দেখেছেন কিনা-প্রতিবেদকের এমন প্রশ্নে ওয়ার্ড কাউন্সিলর সিকান্দর আলী বলেন, বিষয়টি আমি দেখিনি, কারণ আমি অসুস্থ্য। ওয়ার্ডবাসীর মুখে শুনেছি। তাছাড়া নারী কাউন্সিলররা বৃহস্পতিবার নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসুচীর ডাক দিয়েছে-এমনটিও জানিয়ে দেন সিকান্দর আলী।
নারী কাউন্সিলররা ওয়ার্ডে ত্রাণ বিতরণের বিষয়ে বুধবারের বৈঠকে কিছু বলেননি, তাদের দাবি-ভোটের মাধ্যমে নির্বাচিত হলেও পুরুষ ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সবকাজেই পুরুষ ওয়ার্ড কাউন্সিলরদের প্রাধান্য দেওয়া হয়। এমনকি বর্তমানে চলমান খাদ্য সহায়তা কার্যক্রমে মহিলা কাউন্সিলরদের পাশ কাটিয়ে পুরুষ কাউন্সিলদের প্রতি ত্রাণ বরাদ্ধ করা হয় । এই বিষয়টি তুলে ধরে আবারো প্রশ্ন করা হলে সিকান্দর আলী বলেন, আমি এতোসব জানিনা। বিক্ষোভকারীরা কেনো আন্দোলন করছে, তারাই ভালো বলতে পারবে।
এ
বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মাসুদা সুলতানা বলেন, বিষয়টি এখন জলের মতো পরিস্কার। আন্দোলনের ডাক দেওয়ার পরই মধ্যরাতে পরিকল্পিতভাবে আমার বাসায় হানা দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনকারীরা আমাকে বৃহস্পতিবার নগর ভবনের সামনে গৃহিত কর্মসুচীতে যোগ না দেওয়ার আহবান জানায়। সেই সাথে আন্দোলনে গেলে ১২ নং ওয়ার্ডে খাদ্য সহায়তা আসবেনা বলে আন্দোলন থেকে সরে আসায় অনুরোধ জানায় তাঁরা। তিনি বলেন, আন্দোলনের ডাক যখন দেওয়া হয়েছে, আমাকে প্রাণে মেরে ফেলার আগ পর্যন্ত এই রাস্তা থেকে সরে আসবোনা। তিনি বলেন, মধ্যরাতে এমন নাটকীয়তা চলছে মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশনায়।
জা/আ . . . . . . . . .