অসহায়দের খাবার দিতে নগরীতে আগুন নেভালেন পুলিশের নায়েক শফি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্ট:
মীরের ময়দানে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. শফি আহমদ।
সফি জানান প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে আটটায় করোনায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে বেড়িয়েছিলেন।
নগরীর জিন্দাবাজার, জল্লারপার, জামতলা হয়ে মদিনামার্কেট যাবার প্রাক্কালে মিরের ময়দানে অবস্থান করলে তিনি দেখত পান
মীরের ময়দান এলাকায় শর্টসার্কিট থেকে বিদ্যুতের একটি খুঁটিতে আগুন লেগে গেলে বালতি হাতে সেখানে একাই হাজির হন তিনি।
এ সময় আগুণের তীব্রতা বৃদ্ধি পেলে শফির কল পেয়ে দ্রুত এগিয়ে আসেন পুলিম কনস্টেবল রুবেল ও হারুন আহমদ । তিনি পুলিশ লাইন রিজার্ভ রেঞ্জ থেকে অগ্নিনির্বাপক গ্যাস নিয়ে দ্রুত হাজির হন ঘটনাস্থলে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের গাড়িও দ্রুত চলে আসে ঘটনাস্থলে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছার আগেই নায়েক শফি আহমদ ও পুলিশ কনস্টেবল রুবেল নিজেদের জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। . . . . . . . . .