সিলেট চেম্বারের পরিচালক মামুন কিবরিয়া’র মা লুৎফা চৌধুরী আর নেই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ১১:৪৪ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মামুন কিবরিয়া সুমন এর মা লুৎফা চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মিয় স্বজন রেখে গেছেন। রোববার বাদ ফজর মরহুমার নামাজের জানাযা তার নিজ বাসায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে থাকে নগরীর হযরত মাণিক পীর (র) কবর স্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্নমহলের মানুষ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও লুৎফা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন। . . . . . . . . .