বালাগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ২:১৫ অপরাহ্ণতারেক আহমদ, বালাগঞ্জ:
করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসা বালাগঞ্জের হাসামপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার সকালে করোনা আক্রান্ত ওই ব্যক্তির হাসামপুরস্থ বাড়িতে গিয়ে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিমের উপস্থিতিতে বাড়িটি লকডাউন ঘোষনা করেছেন বালাগঞ্জ উপজেলা প্রশাসন।
লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
এর আগে, শুক্রবার রাতে ৩২ বছর বয়সী ওই ব্যক্তির রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
জানা যায়, বালাগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর গ্রামে স্বপরিবারে বসবাস করছেন। তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলায়।
কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে এই ব্যক্তি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়।
পরে, করোনা পরীক্ষার জন্য নমুনা সিলেটে পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।
. . . . . . . . .