গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২০, ১১:০৮ পূর্বাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। শুক্রবার রাতে তার রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
তিনি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের যুবক (৩০)।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি জানান, ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ল্যোব পাঠানো হয়। গোলাপগঞ্জে এপর্যন্ত ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পজেটিভ এসেছে একজনের। এখনো ৬/৭জনের রিপোর্ট আসে নি। বর্তমানে আক্রান্ত সুস্থ থাকায় বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
সকাল সাড়ে ১০টায় এরিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তার বড়িতে অবস্থান করছে। বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। . . . . . . . . .