বালাগঞ্জে প্রবাসী পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২০, ১২:৪৩ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর গ্রামের আমেরিকা প্রবাসী এক পরিবারের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নতুন সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রবাসী পরিবারের পক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন মুহিবুর রহমান (মুহিব)।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশব্যাপী যখন লকডাউন, কাজের অভাব, দিনমজুর-অসহায় মানুষ জন যখন আয়-রোজগারহীন তখনই এই দুর্যোগে নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রবাসী পরিবারটি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি রাজনীতিক ও সংগঠক মাও. আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন, কবি ও গল্পকার মীম হুসাইন।
উপস্থিত সুধীজনেরা করোনাভাইরাস থেকে বেঁচে থাকার জন্য জনসমাগম এড়িয়ে চলা ও সচেতনতার সাথে চলাফেরার পরামর্শ দেন।
সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমেরিকা প্রবাসী পরিবার। . . . . . . . . .