দয়ামীর বাজারে ৮টি দোকান ঘরের ভাড়া মওকুফ দৃষ্টান্ত দেখালেন- প্রবাসী মফজ্জিল আলী চমক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২০, ৭:০৪ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে বাংলাদেশও আক্রান্তের সংখ্যা দিনেদিন বেড়ে চলছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো সিলেট জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। কর্মহীন মানুষ রয়েছেন ঘরবন্দী। এমন পরিস্তিতির ওসমানী নগর উপজেলার দয়ামীর বাজার এলাকায় আব্দুল কাদির ও আব্দুল কাইয়ুম কমপ্লেক্স মার্কেটে থাকা ৮টি দোকান ঘর নিজের ভাড়াটিয়াদের জন্য এগিয়ে এসেছেন ওসমানী নগর উপজেলার সাবেক ফুটবলার, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মফজ্জিল আলী (চমক)। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে, তিনি ভাড়াটিয়াদের চলতি এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
মামাতো ভাই সাংবাদিক বদরুল ইসলাম মহসিন ভাড়াটিয়াদের সমস্যার কথা বলার পর, এমন ঘোষণা দিয়ে দৃষ্টান্ত দেখালেন প্রবাসী মফজ্জিল আলী চমক বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে, দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে প্রবাসে বসবাস করেও জানতে পারলাম করোনা মহামারিতে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত নিন্মমধ্যবিত্ত মানুষ রয়েছেন বিপদগ্রস্ত। এই পরিস্তিতিতে গত কিছুদিন পূর্বে দেরশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করি। এই পরিস্হিত্ আমরা একে অন্যের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমি ও আমার পরিবারের মালিকাদিন মার্কেটে থাকা ৮টি দোকান ঘরের সব ভাড়াটিয়ার এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি বলব, সব মালিকরা এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে কোরানা মোকাবিলায় সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। আমিন। . . . . . . . . .