দক্ষিণ সুরমায় দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন কাইয়ূম চৌধুরী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২০, ১২:৪২ পূর্বাহ্ণদক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেট ৩ আসনে গণমানুষের নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী এবার পরিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস জনিত দূর্যোগ কালীন মূহুর্তে বিএনপি দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) কাইয়ূম চৌধুরীর পক্ষ থেকে দক্ষিণ সুরমায় বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি নেতা কুহিনূর আহমদের নেতৃত্বে উপজেলার সিলাম ও তেতলী ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেল, জিলাপি, মাছ ও তরকারি বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়।
উল্লেখ্য কাইয়ূম চৌধুরীর মানবিক সহায়তা কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে সিলেট ৩ আসনের ধারাবাহিকভাবে চলবে। . . . . . . . . .