ওরা দুই ভাই প্রবাসে থেকেও বাড়িয়ে দিয়েছে মানবতার হাত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২০, ১:৩৪ পূর্বাহ্ণবিশেষ প্রতিনিধি : সিলেট জেলার বিয়াানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্ধা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জিবার আহমদ (লন্ডন প্রবাসী) ও মনজুর আহমদ(ইতালি প্রবাসী)। পিতা হাজী মদরিছ আলী ও মা মৃত আকিমুন নেছা। ওরা দুই ভাই জিবীকার তাগিদে থাকেন সুদুর প্রবাসে। কিন্তু সব সময়ই মন যেনো পড়ে থাকে এলাকার গরিব অসহায় মানুষের দিকে। বিভিন্ন সময়ে নিজেদের কর্ষ্টার্জিত অর্থ দুহাত উজাড় করে গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে যেনো নিজেরাই আনন্দ পায়। তারা অসহায় মানুষের পাশে দাড়ানোর মানষিকতা অর্জন করেছেন নিজেদের প্রয়াত মা আকিমুন নেছার কাছ থেকে। কয়েক বছর আগে গর্ভধারিনী মা আকিুমন নেছা কে হারিয়েছেন তারা। মায়ের স্মৃতি ধরে রাখতে গঠন করেন ‘আকিমুন নেছা ট্রাস্ট’। বিভিন্ন সামাজিক উন্নয়ন, শিক্ষামূলক কর্মকান্ড করার পাশাপাশি অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা চালিয়ে যাচ্ছেন সুদুর প্রবাসে অবস্থান করে। এ যেনো এক মানবতার ফেরিওয়ালা যুগদ্বয়।
সম্প্রতি সারা বিশ্বে নভেল করোনা ভাইরাসে যখন মানুষ গৃহবন্ধি, তখন প্রবাসে নিজেরাও গৃহবন্দি। কিন্তু নিজেদের কথা চিন্তা না করে লকডাউনে থেকেও এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তারা। ট্রাস্টের মাধ্যেমে এলাকার গরিব অসহায় মানুষের মাঝে প্রকাশ্যে গোপনে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি নগদ অর্থ দিয়ে অনাহারি মানুষের মুখে খাবার দিয়ে যাচ্ছেন তারা।
সম্প্রতি তাদের এ দান-অনুদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। নিজেদের এলাকা ছেড়ে তাদের এ মহতি উদ্দ্যেগ প্রবাস জীবনে প্রশংসার দাবী রাখছে। প্রবাসী মানবতার ফেরিওয়ালা এই যুগদ্বয়ের একটি কথা, ‘যতদিন বেঁচে আছি গরিব-অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিবো”। . . . . . . . . .