হতদরিদ্র-কর্মহীন মানুষের পাশে ওসমানীনগর বিএনপি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৯ পূর্বাহ্ণবালাগঞ্জ প্রতিনিধিঃ
সামাজিক দূরত্ব মেনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ও প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিঃ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা তাহ্সিনা রুদশী লুনা’র পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য ময়নূল হক চৌধুরী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ওসমানীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক জরিদ মিয়া, বিএনপি নেতা চেরাগ আলী, জেলা বিএনপি’র সদস্য ফখরুল ইসলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য গয়াস মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সৈয়দ এনায়েত হোসেন, আলী আসকর ফয়েজ, কামরুল ইসলাম, মোক্তার আহমদ বকুল, আব্দুল্লাহ মিসবাহ, রায়হান আহমদ, কবির আহমদ, সাজ্জাদ হোসেন, ছাত্রদল নেতা শাহজাহান মিয়া, রেদোয়ান আহমদ, জুয়েব আহমেদ, আবির হোসেন প্রমুখ। . . . . . . . . .