আমেরিকায় ভাদেশ্বরী হুজুর শাফিউর রহমানের ইন্তেকাল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ হাজারো আলেম গড়ার কারিগর গোলাপগঞ্জের কৃতি সন্তান ও বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ শাইখুল হাদিস মাওলানা শাফিউর রহমান ভাদেশ্বরী হুজুর (ফাজিলে দেওবন্দ) আর নেই (ইন্নালিল্লাহি ——- রাজিউন)।
বুধবার ভোর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ভাদেশ্বর ইউপির পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত থাকায় উন্নত চিকিৎসার জন্য গতমাসে আমেরিকায় যান।
মাওলানা শাফিউর রহমান ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা ও পাঠানটুলা কামিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন।
এছাড়াও দীর্ঘদিন গোলাপগঞ্জের কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালন করেন। . . . . . . . . .