বিশ্বনাথে রাতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এ আর চেরাগ আলী…

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ১:৪৪ পূর্বাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দেড়শতাধিক মানুষদের বাড়ি বাড়ি পৌছিয়ে দেন, যুক্তরাজ্যস্হ ডরসেট শাখা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা, এ আর চেরাগ আলী ও তার পরিবারবর্গ।
উপজেলার রামপাশা ইউনিয়নের ইসলামের গাওঁ গ্রাম ও ৮নং ওয়ার্ডে দিনব্যাপী তার পরিবারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ১০ কেজি, ডাল ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ লি:, চিনি ১ কেজি,সহ অন্যান্য সামগ্রী। প্রায় দেড় শতাধিক অসহায়-গরীব ও মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। এতে সহযোগীতা করেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, যুবলীগ নেতা জুবেল মিয়া, ব্যাংকার রিপন আলী।
এ আর চেরাগ আলী বলেন, করোনা মহামারিতে লকডাউনের ফলে মধ্যে ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। আয়ের সবরকম উৎস বন্ধ। যাদের সামর্থ্য আছে তারা এদের পাশে এগিয়ে আসুন। হয়তো আপনার আমার কাছে সামান্য হলেও তাদের কাছে এগুলো অনেক মূল্যবান। . . . . . . . . .