করোনা: বিশ্বনাথে দি হেল্প আল-আনসার ফাউন্ডেশনের অর্থায়নে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২০, ৭:৩২ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি মহামারি করোনা সংকট মোকাবেলার লক্ষ্যে এবং পবিত্র মানে রমজানের সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার দি হেল্প আল-আনসার ফাউন্ডেশনের উদ্যোগে রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দের শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল (বুধবার) সকালে থেকে বিকেল পর্যন্ত সংগঠনের ট্রাস্টি ফেরদৌস আহমদের বাড়িতে ফরহাদ আহমদের সভাপতিত্বে ও ফয়েজ উদ্দিনের পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল ২০ কেজি, আলু ৬ কেজি, পেয়াজ ৪ কেজি, ডাল ৩ কেজি, ছুলা ৩ কেজি, ভোজ্যতেল ২ লি:, লবন ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, সাবান ১টি, এবং মরিছ, হলুদ, গরম মসলাসহ প্যাকেটজাত করে ঐসকল খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন, ট্রাস্টি ফেরদৌস আহমদ, ফাহিম আহমদ, আব্দুল ফাত্তা, সংগঠক ইসলাম উদ্দিন।
বিশ্বনাথে দি হেল্প আল-আনসার ফাউন্ডেশনের ট্রাস্টি ফেরদৌস আহমদ বলেন, সামনে পবিত্র রমজান মাস, বর্তমানে করোনা আতংকে লকডাউনে খেটে খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করে, ওই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই আমাদের ‘দি হেল্প আল-আনসার ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহন করি। প্রথমে আমরা প্রায় দেড়শতাধিক অসহায় নিন্মবিত্ত পরিবারকে কিছু খাদ্য সহায়তা করছি, সংগঠনের পক্ষ থেকে পুরো রমজান মাস অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপজেলার প্রত্যেক এলাকায় থাকা বিত্তবানরা কঠিন এসময়ে সরকারের পাশাপাশি কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ালে সহযেই তাদেরকে কষ্ঠ লাগব হবে। আর সরকারি সকল নির্দেশনা মেনে ও সচেতনতা বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে করোনা। . . . . . . . . .