শেফ অনলাইন ফাউন্ডেশন ও হাজী আব্দুল আউয়াল সাহেব এর যৌথ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৬:৪০ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: করোনা ভাইরাসে সারাবিশ্বে দেখা দিয়েছে মহামারী। প্রতিনিয়ত মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছে। তাই এ মহাবিপর্যয়ে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সেবায় বৃটেনের সেবামূলক সংগঠন শেফ অনলাইন ফাউন্ডেশন ।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাউয়ারাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেফ অনলাইন ইউকে এর সি ই ও, বেনিশন প্রপার্টি লিমিটেড সিলেট (এক্সেল টাওয়ার) এর ডাইরেক্টর আব্দুল মুমিন ছালিক ও তার পিতা আলহাজ্ব আব্দুল আউয়ালের উদ্যোগে নিম্ন মধ্যবিত্ত ও অসহায় ৬’শ টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
দয়ামীর ইউনিয়নের কাউয়ারাই , মোল্লারচক ,মিরদারচক ,খাপন ,খালপাড় ,রাঘবপুর ,পূর্ব খাইয়া খাইড় ,পশ্চিম খাইয়া খাইড় ,দৌলতপুর ,নিজ কুরুয়া ,কাবাড়িপাড়া, সোনারগাঁও এলাকায় চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
আলহাজ্ব আব্দুল আউয়ালের বাড়িতে গতকাল নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী হিরন মিয়া,সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, ইউপি সদস্য মঈন উদ্দিন আহমদ লেচু ও ইউপি সদস্য ফয়সল আহমদ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,আলহাজ্ব আব্দুন নুর, আব্দুল গনি,আব্দুল হাই ,আনছার উদ্দিন, মলিক , দিলাল আহমদ ,মানিক মিয়া প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা, ইউ.কে বাংলাদেশের প্রতিনিধিরা। . . . . . . . . .