বালাগঞ্জে হাজী ইলিম উল্লাহ মেমোরিয়াল ট্রাষ্ট’র উপহার বিতরন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২০, ১০:১৮ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের হাজী ইলিম উল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট’র পক্ষ থেকে ইউনিয়নের শতাধিক অসহায়-দিনমজুর পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পূর্বগৌরীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, পূর্বগৌরীপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মারুফ আলম মিজু তালুকদার, পূর্বগৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সালাউদ্দিন, সমাজকর্মী সাহেল আহমেদ, আবু সালেহ হুসাইন।
ট্রাস্টের কো-চেয়ারম্যান তামিমুল করিম হৃদয় বলেন, দেশের ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রয়াস এটি। অনান্য কার্যক্রমের পাশাপাশি ১ম ধাপে আমরা শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি দেশ-বিদেশের বিত্তবানদের দেশের এই দুঃসময়ে অসহায় দিনমজুর পরিবার গুলোর সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। . . . . . . . . .