১১৫ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিল মানবিক বরমচাল এসোসিয়েশন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২০, ১২:০৫ পূর্বাহ্ণসিলেটেরকণ্ঠ ডেস্ক: প্রতিষ্ঠার ১৫ দিনের মাথায় প্রথম ধাপে ১১৫ পরিবারে খাদ্য সামগ্রী উপহার হিসেবে ঘরে ঘরে পৌঁছে দিল মানবিক বরমচাল এসোসিয়েশন (এমবিএ)। খাদ্য সামগ্রী ক্রয়, প্যাকেটকরণ এবং ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজটি স্বেচ্ছায়-স্বানন্দে করেছেন সংগঠনের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সকল সক্রিয় কর্মকর্তা ও সদস্য। এতে ক্রীড়ানকের ভূমিকা পালন করেন সংগঠনটির সভাপতি ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান শাকেল। খাদ্য সামগ্রীর উপহার নির্বিঘ্নে পৌঁছে দিতে সংগঠনটির ৭১ জন কার্যকরী সদস্যকে ৯ টি টিমে ভাগ করে নয়টি ওয়ার্ডে পাঠানো হয় এবং সার্বিক বিষয় তদারকি করেন সভাপতি/সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় এমবিএ’র সভাপতি/সম্পাদক যৌথভাবে বলেন, আমরা সংগঠনের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই সক্রিয়ভাবে উপস্থিত থেকে উপহার বিতরণ কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য। আন্তরিক অভিবাদন জানাই সেইসব প্রবাসী ভাইদের যারা দীর্ঘদিন হোম কোয়ারেন্টাইনে থেকেও দেশের কথা ভুলে যাননি বরং আমাদেরকে ৮০-৮৫ ভাগ টাকা দিয়ে সহযোগিতা করেছেন।
. . . . . . . . .