খাদ্য সামগ্রী বিতরণ করে বৈশাখী উদযাপন করলো বিশ্বনাথ থিয়েটার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২০, ৫:৪৪ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থিয়েটার প্রতিষ্ঠাকালিন সময় থেকে প্রতিবছর বাংলা নববর্ষ পালন করে আসছে । এবার করোনা সংকটে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বৈশাখী উদযাপন করেছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সামাজিক দুরত্ব বাজায় রাখার জন্য পৃথকভাবে ৫০টি কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় থিয়েটারের কর্মিরা। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল, ৫কেজি চাল, ২কেজি আলু, ২লিটার সয়াবিন, ১কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, একটি সাবান ও ২০০গ্ৰাম হুইল পাউডার।
খাদ্য বিতরণে পৃথকভাবে অংশ নেন, থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি ইশতিয়াকুর রহমান, বর্তমান সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীণ সোহেল, সদস্য আহমেদ জুয়েল, শফিক রুহিন প্রমূখ।
থিয়েটারের সভাপতি আনহার আলী জানান, প্রতি বছর বৈশাখীতে পান্তা-ইলিশ পরিবেশন ও নতুন পোশাক ক্রয় করি। সেই টাকা দিয়ে ৫০টি পরিবারে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। এরআগে আরও দুই বছর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করেছিল বিশ্বনাথ থিয়েটার। . . . . . . . . .