ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী সামছু খাঁনের অর্থায়নে ত্রান বিতরণ সম্পন্ন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২০, ৪:৫৮ অপরাহ্ণস্টাফ রিপোর্ট: সারাবিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রতিককালে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে স্হবিরতা দেখা দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকারি নির্দেশনায় সারাদেশে সবধরনের কার্যক্রম প্রায় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। মানুষের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অসহণীয় চিত্র। প্রতি পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব। এতে সমস্যাগ্রস্হ হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন ও মধ্যবিত্ত পরিবার।
প্রবাসে থেকে ও নিজের দেশের মানুষের আর্তমানবতার ডাকে অসহায় মানুষের পাশে দাড়ান যুক্তরাজ্য নর্থাসাম্পটনশায়ার বিএনপির সহ-সভাপতি ও বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মো: জামাল খাঁন (সামছু) সাহেব। আজ ১৪ই এপ্রিল (মঙ্গলবার) বিকাল ২ ঘঠিকার সময় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ৮২টি অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌছিয়েদেন। যুক্তরাজ্য প্রবাসী মোঃ জামাল খাঁন (সামছু) এলাকাবাসীকে মহামারী করোনাভাইরাস থেকে ও নিজেকে এবং পরিবারের সদস্যদের বাঁচাতে সরকারি আইন মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানান। . . . . . . . . .