রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের -৪ সালের এসএসসি শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ১০:২৮ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: মুক্ত করো মন, অটুট থাকুক বন্ধুত্বের বন্ধন” এমন শ্লোগান নিয়ে বিশ্বনাথে শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৪ এসএসসি শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে অসহায় ও গরিব ৩২০টি পরিবারের মাজে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে বাচাইকৃত ৩২০ টি কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারে বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন, সাবেক ২০০৪ এসএসসি শিক্ষার্থীরা।
এসময় দেশের ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি, তারা কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাজে খাদ্যসামগ্রী সহায়তা করতে পেরে নিজেদের ধন্য মনে করছে। সাবেক শিক্ষার্থী ইশতিয়াক আহমদ খান বলেন, আমরা সবসময়ই গরীবদের কল্যাণে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সমাজের দ্বায়ীত্ব পালন করছি মাত্র। . . . . . . . . .