সুনামগঞ্জে করোনায় আক্রান্ত সেই নারীর গ্রামে লকডাউন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ২:৩২ অপরাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক মহিলা (৩৩) শনাক্ত হয়েছেন। আক্রান্ত ওই মহিলার বাড়ি জেলা দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডীপুর গ্রামে।
গতকাল শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে দোয়ারাবাজারের ওই মহিলার নমুনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।
রোববার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, দোয়ারাবাজার উপজেলার এক জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসছে। ওই মহিলা গ্রাম লকডাউন করা হয়েছে। ওই মহিলার গ্রাম ও পরিচয় জানতে চাইলে আপাতত এর বেশি বলা যাচ্ছে না বলে তিনি জানান। . . . . . . . . .