মানবতার ফেরিওয়ালা যুক্তরাজ্য প্রবাসী রুহুল হুসাইন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণবি আই শাকির :
সারাবিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রতিককালে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে স্হবিরতা দেখা দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকারি নির্দেশনায় সারাদেশে সবধরনের কার্যক্রম প্রায় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। মানুষের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অসহণীয় চিত্র। প্রতি পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব। এতে সমস্যাগ্রস্হ হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন ও মধ্যবিত্ত পরিবার।
সবার জন্য রাষ্ট্রীয়ভাবে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অনেকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন অনেকের মতো লন্ডন প্রবাসী প্রচারবিমুখ রুহুল হুসাইন। যে নিজেও প্রবাসে গৃহবন্দি। তবুও দেশের মানুষের দুঃখকষ্টের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাড়ালেন।নিজ এলাকায় ত্রান বিতরণ করেন।এখানেই শেষ নয়। দেশের মধ্যবিত্তরা আজ বড় অসহায়।নিজের সম্মানের কথা চিন্তা করে কাউকে বলতে চাচ্ছেনা।জানতে পেরে নিজের ফেইসবুকে পোস্ট করেন মধ্যবিত্তদের উদ্দেশ্যে। সিক্রেট থাকবে গ্রহণকারীর পরিচয়।ওসমানী নগর উপজেলার মধ্যবিত্তরা তাকে ফোন করা জন্য নিজের ব্যক্তিগত নাম্বার দেন। গতকাল ১১ -ই এপ্রিল শনিবার তিনি মধ্যবিত্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেন।
রুহুল হুসাইনের বাড়ি ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথম পাশা গ্রামে।
তিনি বলেন, “আমি আল্লাহর কাছে সেলেব্রিটি হতে চাই। কোনো মানুষের কাছে নয়। তাই আমি লুকিয়ে ত্রান-সাহায্য দিতে ভালোবাসি।”
তিনি আরও বলেন, “আমার এ উদ্যোগ দেখে যেন আরেকজন উৎসাহিত হন।” এপর্যন্ত কতটা পরিবারকে ত্রান দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন আল্লাহর রহমতে ৩শতাধিক পরিবারকে দিতে পারছি।
মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।আমিন . . . . . . . . .