বিশ্বনাথে শতাধিক পরিবারের মধ্যে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্হা’র খাদ্য সামগ্রী উপহার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২০, ২:০৯ পূর্বাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: করোনা ভাইরাস সংকট মোকাবিলার লক্ষ্যে সারাদেশের ন্যায় বিশ্বনাথে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্বনাথে মধ্যবিত্ত অনেক পরিবার পড়েছেন বিপাকে। বিশ্বনাথ রিয়েল স্টার সমাজ কল্যান সংস্হা জানাইয়া’র উদ্দ্যোগে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে, চাউল ৬ কেজি, আলু ৫ কেজি, পেয়াজ ৩ কেজি, ভোজ্যতেল ২ লিটার, ডাল ১ কেজি, সাবান একটি।
শুক্রবার রাতে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্হা জানাইয়া’র পক্ষ থেকে শতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে প্যাকেট করা খাদ্য সামগ্রী উপহার হিসাবে বিতরণ করেন।
এ বিষয়ে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্হা’র সভাপতি কাওছার আহমদ জানান, বর্তমান করোনা ভাইরাসে আতংকের মধ্যে খাদ্য সংকটে থাকা ও অসহায় হয়ে পড়া, যারা চোখলজ্জায় কাউকে বলতে পারছেন না, তাদের মধ্যে থেকে কিছু পরিবারকে বাচাই করে এসব খাদ্য সামগ্রী উপহার হিসাবে পৌঁছে দেয় সংস্হার সকল পর্যায়ের সদস্যবৃন্দ। . . . . . . . . .