অলংকারী ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে মতবিনিময়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২০, ৫:৩৫ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে চেয়ারম্যানের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রহেল। সভায় ইউনিয়নের প্রত্যেক মানুষকে সচেতন করার জন্য ঘরে ঘরে গিয়ে বুঝানোর
সিদ্ধান্ত হয়। প্রতিটি গ্রামের সংগঠনের মাধ্যমে এ কাজ করা হবে। এছাড়া নি¤œবৃত্ত ও মধ্যবৃত্ত মানুষ যাতে ঘর থেকে বের না হন সে জন্য তাদের খাদ্য সামগ্রী দেয়ার ব্যবস্থা করার জন্য প্রতিটি গ্রামের বৃত্তবানদের এগিয়ে আসার আহŸান জানানো হয়।
এসময় যে সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অলংকারী ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশন, অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন, অলংকারী ইউনিয়ন ক্রিকেট
অ্যাসোসিয়েশন, গ্রীণ ফেয়ার স্পোর্টিং কাব পনাউল্লাহ বাজার, অনির্বান যুব সংঘ পনাউল্লাহ বাজার, ছনখাড়ী গাঁও কৃষি সমবায় সমিতি লিমিটেড, শাহজালাল মাল্টিপারপাস সোসাইটি মুন্সির বাজার, মনোকুপা যুব কল্যান সংস্থা, মুন্সিরগাঁও ন্যাশনাল স্পোটিং কøাব ও সমাজকল্যান সমিতি, অভিযাত্রিক স্পোটিং কাব পিটাকরা, ইউনাইটেড ক্রিকেট কাব পেশকারগাঁও, আমার বাড়ি আমার খামার পেশকার গাঁও, টেংরা ডেভোলপমেন্ট সোসাইটি, লতিফিয়া ইসলামী সুন্নী
সমাজকল্যান সংস্থা টেংরা, সবুজ সাথী সমাজকল্যান সংস্থা রামধানা, ড্রিমটাচ ইয়াং সোসাইটি রহিমপুর পূর্ব পাড়া, সততা ফ্রেন্ডস সোসাইটি মুন্সির বাজার, মুন্সির বাজার সমাজকল্যান সংস্থা, অলংকারী ডেভোলপমেন্ট সোসাইটি, রহিমপুর
যুব সমাজ, হযরত লালশাহ (র.) লতিফিয়া ইসলামী সোসাইটি লালটেক, হিলফুল ফুজুল সমাজকল্যান পরিষদ আলমনগর, আধুনিক সমাজকল্যান সংস্থা মুন্সিরবাজার, ফোটন্ত
গোলাপ যুব সংঘ টেক কামালপুর, বাঁচাও বাসিয়া আন্দোলন, আলোক বর্তিকা তরুন সংঘ রামপুর-রহিমপুর ও লাল সবুজ স্পোটির্ং কাব আলমনগর। . . . . . . . . .