শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন সাংবাদিক সাজুল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২০, ১:০৪ পূর্বাহ্ণবিশ্বনাথ ও সিলেটে শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা, সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান: মোসাদ্দিক হোসেন সাজুল।
সোমবার (৬ এপ্রিল) ও গত রবিবার রাতে বিভিন্নভাবে সেচ্ছাসেবী মানুষ মার্ফত অসহায় ও মধ্যবিত্ত শতাধিক পরিবারকে চিহ্নিত করে, চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, ও ভোজ্য তেলসহ সাবান এবং নিত্যপণ্য সামগ্রী, প্যাকেট জাত করে পৌঁছে দেন।
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে, এর থেকে বাদ যায়নি আমাদের দেশ। সরকার করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় লকডাউনে বাংলাদেশ! কেউ যাতে ঘর থেকে বাইরে না যায়, তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনা, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনী।এতে বিপাকে পড়েছে খেঠে খাওয়া, শ্রমজীবী মানুষ ,তাই সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠন এরকম অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
এব্যপারে রোটারিয়ান ও সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের সময় গত কিছুদিন ধরে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন। এসময় তিনি উপলব্ধি করেছেন দুর্ভোগের শিকার হয়েও কোন মধ্যবিত্ত পরিবার সদস্যরা ঘরের বাহিরে এসে খাদ্য সামগ্রী নিচ্ছেন না তাই, নিত্যপণ্য মিলিয়ে প্যাকেট করে , ভোক্তভুগিদের ঘরে পৌঁছে দিয়েছেন। তার ব্যক্তিগত উদ্যোগ, আর বন্ধু বান্ধবদের সহযোগীতায়, দরিদ্র মানুষজনের সাথে, আরও কিছু সংখ্যক মধ্যবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন বলে জানান। . . . . . . . . .