সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে ওসমানীনগরে ব্র্যাকের সচেতনামূলক প্রচারণা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২০, ৪:০২ অপরাহ্ণবিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে। মানুষ তার নিজের ও তার পারিবারকে নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। মানুষের অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশে^র অনেক দেশে কাজ করছে ব্র্যাক। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, অভিবাসনের সুসাশন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকেত্রীকরণে কাজ করছে। করোনা ভাইরাস জনিত কারনে জাতীয় ও আন্তর্জাতিক এই ক্রান্তিকালে “সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে” এমন প্রতিপাদ্য নিয়ে সামাজিক দূরত্ব বঝায় রাখা, সঠিকভাবে বার বার সাবান পানি দিয়ে দুই হাত পরিষ্কার করা, হাঁচি কাশি সৃষ্টাচার মেনে চলা, চোখ, নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকা, করোনার উপসর্গ সম্পের্কে ধারনা দেওয়া, এবং লক্ষন দেখা দিলে করনীয় সম্পের্কে জনসচেতনতা তৈরী করার জন্য সরকারের পাশাপাশি গত কয়েকদিন যাবত আর,এস,সি সিলেটের অন্তরভর্’ক্ত ওসমানীনগর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম উদ্যেগে উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটি, ভিজনেস এডভাইজরি কমিটি, ফিল্ড অর্গানাইজার, (এফ.ও) এবং প্যারাকাউন্সিলরগণ উপজেলার ৮টি ইউনিয়ন এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক মূলক প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে, তানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে, আছি বাংলাদেশের পাশে ব্র্যাকের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রেস বিজ্ঞপ্তি . . . . . . . . .