বিশ্বনাথে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্থার গজল সন্ধ্যা সম্পন্ন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২০, ১১:৩৫ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা সদরে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্থা জানাইয়া’র উদ্যোগে তিলাওয়াত মাহফিল ও গজল সন্ধ্যা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৬ই মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মোহাম্মদ আলী বিন কাওছারের সভাপত্বিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি মুহিব খাঁন।
কবি মীম সুফিয়ান ও মারুফ মাহদীর উপস্থাপনায় গজল সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ , কলরব ঢাকার সংগীত পরিচালক মো: ইসহাক আলমঙ্গীর, জাগরণের আব্দুল করিম দিলদার, এইচ.এম আমন উল্লাহ শানে মুজতবা শিল্পী গোষ্ঠী, মাদীনার সূর সাংস্কৃতিক ফোরাম, প্রত্যাশা শিল্পী গোষ্ঠী। শিশু শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান বিন মাহমুদ ,হাফিজ শরিফ মাহমুদ। এছাড়াও গজল সন্ধ্যায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিশ্বজয়ী কোরআনে হাফিজ, হাফিজ হুসাইন আহমদ,ঢাকা,ক্বারী আব্দুল্লাহ আল মামুন,হাফিজ আলী নূর। . . . . . . . . .