বিশ্বনাথ প্রেসক্লাবে কেক কেটে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকি পালিত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২০, ১১:২৮ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ নতুনবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, আ’লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি প্রভাষক আফিয়া বেগম, যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ^নাথ লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকলীগের সভাপতি মুহিবুর রহমান গোলাপ, নতুনবাজারের কমিশনার এমদাদ হোসেন নাঈম, প্রেসক্লাব সহ-সভাপতি আশিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন সুহেল, নির্বাহী সদস্য কামাল মুন্না, আব্দুল সালাম, শুকরান আহমেদ রানা, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী। . . . . . . . . .