মইয়ারচর প্রিমিয়ার লীগ ক্রিকেট সম্পন্ন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২:১৮ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলট সদর উপজেলার মইয়ারচর প্রিমিয়ার লীগ (এম পি এল) ক্রিকেট সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মইয়ারচর মাঠে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্টিত হওয়ার মধ্য দিয়ে প্রায় দুইমাস ব্যাপী এ টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি ঘটে।
মইয়ারচর কিশোর কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার উপর গুরুত্বারোপ করে তরুন সমাজের প্রতি আহবান জানিয়ে বলেছেন ইহা একটি অন্যটির পরিপুরক,সুস্হ দেহ সুস্হ মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন বাংলাদেশর ক্রিকেট এখন অনেক এগিয়ে, এ দেশের তরুনরা ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় সফলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের মুখ সারা বিশ্বে উজ্জল করেছে,এ ধারাবাহিকতা রক্ষায় সকল পর্যায়ে ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সরকারের পাশাপাশি বেসরকারি ব্যাক্তি এবং প্রতিষ্টানেকে এগিয়ে আসতে হবে।
টুর্নামেন্ট আয়োজক সংস্হার সভাপতি আরমান উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) সিলট এর ব্যুরোচীফ মকসুদ আহমদ মকসুদ,সিলেট সদর স্পোর্টস একাডেমীর সাধারন সম্পাদক সাংবাদিক অলিউর রহমান, সমাজসেবক আব্দুল মুকিত, মো,ফখর উদ্দিন, মোয়াজ্জিন হোসেন,মোহাম্মদ আলী তারেক,আলী,নুরুল ইসলাম, আলী বাহার,লায়েছ,আহমদ।
বিভিন্ন পর্বে অনুষ্টিত এ টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন,বাচ্চু খোরাসানি, আরিফ আহমদ,আমির উদ্দিন, তুহিন আহমদ,ইমাদ আহমদ,জাবেদ আলী,খালেদ আহমদ,জাহাঙ্গীর হোসেন,সুজন আহমদ,ইমন,সানি মারুফ খোরাসানি, ইজহার আহমদ,ইমরান,ছায়েফ ও মুহিন আহমদ প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে গত দুই জানুয়ারি হতে অনুষ্টিত এ টুর্নামেন্টে মহান মুক্তিযুদ্ধে শহীদ সাতজন বীর শ্রেষ্ঠর নামে স্হানীয় সাতটি দল এতে অংশগ্রহন করে।টুর্নামেন্টে বীরশ্রেষ্ঠ মহি উদ্দিন জাহাঙ্গীর একাদশ চ্যাম্পিয়ন ও বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রানার আপ হয়।শুক্রবার বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা। . . . . . . . . .