জকিগঞ্জে শিক্ষক আব্দুল করিম হত্যা মামলার আসামীর অভিনব প্রতারণা !
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ১০:৩২ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
জকিগঞ্জের আলোচিত শিক্ষক আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আবুল উরফে মো. আবুল আহমদ বাংলাদেশ বিমানের একটি ফাইটে চলতি বছরের ১৫ জুলাই আবু দাবী গমন করেন। অথচ ২৩ জুলাই তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। বিদেশে অবস্থান করে কিভাবে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেন এই প্রশ্ন তুলেছে শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ। মঞ্চের সভাপতি কুতুব উদ্দিন জানান, চলতি বছরের ৮ জুলাই দিবাগত রাতে সুনামগঞ্জের স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জকিগঞ্জের ঘেচুয়া (তিরাশী) গ্রামের আব্দুল করিমকে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের চার আসামী পুলিশের এসআই আব্দুস শাকুর তার ভাই আব্দুর রহিম, আব্দুর রহিমের শ্যালক আবুল আহমদ ও ভাগিনা হেলাল আহমদ ২৩ জুলাই হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ থেকে জামিন নেন। বাংলাদেশ বিমানের ১৫ জুলাইর যাত্রী তালিকা থেকে জানা যায়, হাইকোর্ট থেকে একত্রে জামিন নেয়া চার আসামীর একজন আবুল আহমদ এর ৮ দিন আগেই বিমানের বিজি-০২৭ ফাইটে আবুদাবী চলে যান। বর্তমানে তিনি আবুদাবীতেই রয়েছেন। মহামান্য আদালতের সাথে তার এই অভিনব প্রতারণার বিষয়টি জকিগঞ্জের সর্বত্র এখন আলোচিত।
. . . . . . . . .