সেক্স হরমোন টেসটোসটেরনে অল্প বয়সে টাক!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৬, ১১:১৯ পূর্বাহ্ণঅল্প বয়সে টাক পড়ার নানা কারণ রয়েছে। কপালের দু’পাশে রগের কাছে পুরুষদের এন্ড্রোজনিক এলোপেসিয়ার কারণে টাক পড়ে। তারপর ক্রমেই বাড়তে বাড়তে মাথার সামনেও চাঁদিতে ছড়িয়ে পড়ে।
এটি পুরুষ সেক্স হরমোন টেসটোসটেরন ও বংসগত কারণে হয়। চুলের গোড়ায় কিছু রিসেপ্টর থাকে, যা টেসটোসটেরন হরমোনের প্রভাবে চুলের জীবনধারা নিয়ন্ত্রণ করে। ফলে এ মাত্রায় হরমোন থাকা সত্ত্বেও চুলের গঠনে তারতম্য হয়।
এজন্য বয়ঃসন্ধিকলে পুরুষের সামনের চুল সরে যেতে থাকে।কারণ- উপরের কারণ ছাড়াও থাইরয়েড গ্রন্থির অসুখ, রক্তস্বল্পতা, ওভারির অসুখ বা অন্য কোনো হরমোনের অসুখে চুল পড়তে পারে।
চিকিৎসা- বর্তমানে চুল পড়া বা টাকের আধুনিক চিকিৎসা এসেছে, রূপচর্চার নামে নানা অপ্রয়োজনীয় জিনিস ব্যবহারে ত্বক ও চুলের ক্ষতি হচ্ছে।
পরিবেশ দূষণ, বিভিন্ন কেমিক্যাল, ক্ষার ও ইনসেকটিসাইডের ব্যবহার, পানি ও বায়ুদূষণ পরোক্ষভাবে চুল পড়ার জন্য দায়ী। আধুনিক চিকিৎসা মেসোথেরাপি ও পিআরপি চুলের চিকিৎসায় নতুন সংযোজন।
কারণ বুঝে চিকিৎসা করলে চুল পড়া রোধ করা যায়।
ডা. দিদারুল আহসান
ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ,
আল রাজী হাসপাতালম, ফার্মগেট ঢাকা,
মোবাইল : ০১৭১৫-৬১৬২০০ . . . . . . . . .