শাবিতে চার শিক্ষকের পদত্যাগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৬, ১০:৫৪ অপরাহ্ণনিজস্ব প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন চারজন শিক্ষক।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একজন প্রভোস্ট, দুজন সহকারী প্রভোস্ট এবং একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। পদত্যাগকারী শিক্ষকরা ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের’ সমর্থক। তারা শিক্ষকদের ওই গ্রুপের আহবায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগকারী ওই চারজন শিক্ষকই বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডকশন ইঞ্জিনিয়ারিং(আইপিই) বিভাগের।
তারা হলেন, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মহসিন আজিজ খান, সহকারী প্রক্টর জাহিদ হাসান, প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট শান্তা সাহা এবং বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট সৈয়দা কামরুন নাহার।
এ বিষয়ে শাহপরান হলের পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মহসিন আজিজ খান জানান, আমরা আমাদের পদত্যাগপত্র আমাদের গ্রুপের আহবায়কের কাছে জমা দিয়েছি। যেহেতু আমরা একটা গ্রুপ করি। তাই পদত্যাগপত্র আহবায়কের কাছে জমা দিয়েছি এটা যেমন সত্য, তেমনি প্রশাসনের কারও কাছে পদত্যাগপত্র জমা দেইনি-এটাও সত্য।
পদত্যাগের বিষয়ে সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, এটা(পদত্যাগ) এখন পর্যন্ত একটা ফরম্যাটে আছে। এটা আমাদের গ্রুপের সিদ্ধান্তের একটা বিষয়। পদত্যাগপত্র গ্রুপের আহবায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলামের কাছে জমা দিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া এখনও কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
. . . . . . . . .