এখলাস মুন্নাতে আটকে গেলো জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৬, ১২:০০ অপরাহ্ণ
দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করা হয়। কিন্তু সিলেট জেলা ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নাকে বাদ দিয়ে ওই পদে সদর উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ কারণেই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হলেও পরবর্তীতে তা গণ্যমাধ্যমে প্রকাশ করা হয়নি।
সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নাকে বাদ দেয়ার খবরটি বিদ্রোহী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এমনকি ওই কমিটি মিডিয়ায় প্রকাশ করা হলে ছাত্রদল নেতাকর্মীরা গণপদত্যাগ করবে এবং সিলেটে বড় ধরনের সংঘাত-সংঘর্ষ হতে পারে এমন হুমকির কথা কেন্দ্রীয় নেতাদের জানানো হয়।
বিয়য়টি কেন্দ্রীয় ছাত্রদলও আমলে নেয়। একপর্যায়ে অনুমোদিত ওই কমিটি গণ্যমাধ্যমে প্রকাশ না করেই স্থগিত করা হয়। বর্তমানে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর এডভোকেট সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
. . . . . . . . .





