টুলটিকর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী আলী হোসেন বিজয়ী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৬, ৯:৫২ অপরাহ্ণস্টাফ রিপোর্টার::সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা চলছে। উপজেলার টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম আলী হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩১২৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী সমর্থিত প্রার্থী আব্দুল মোছাব্বির নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৭৫ ভোট।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট উপজেলা ভবনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন সন্দা। উপজেলার ৯টি ভোট কেন্দ্রে মোট ভোট সংখ্যা ছিল ১৩ হাজার ৬শ’ ৪২।
এ ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মুহিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২১৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
এরআগে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে কোনধরণের গোলযোগ ছাড়া ভোটগ্রহণ চলে। রাত ৯টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলার অন্য ৭টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের ফলাফলও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা হতে শুরু করেছে। দুই লক্ষাধিক ভোটারের এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছঅড়া ৩৫৯ সাধারণ সদস্য ও ৯১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। . . . . . . . . .