অন্যরকম রেকর্ড গড়ার পথে মুশফিক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬, ৯:৫০ পূর্বাহ্ণ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট নাম লিখিয়েছিল বাংলাদেশ। দেখতে দেখতে ৩০ বছর পাড়ি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এই লম্বা সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৪৬৩টি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। যার মধ্যে ৯৩টি টেস্ট, ৩১২টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ ম্যাচ।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে এদিন লাল-সবুজ জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার
রেকর্ডের অধিকারী হচ্ছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে মুশফিকের ২৬০তম ম্যাচ। মঙ্গলবার পর্যন্ত তিন ফরম্যাটে ২৫৯ ম্যাচ খেলেছেন তিনি। এ তালিকায় তার সঙ্গী মোহাম্মদ আশরাফুল। তিনিও মুশফিকের সমান ম্যাচ খেলেছেন।
এ তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি ২৪৯টি ম্যাচ খেলেছেন। তার পরে তামিম ইকবাল। তিনি খেলেছেন ২৪৪টি ম্যাচ। প ম স্থানে মাশরাফি বিন মুর্তজা। তিন ফরম্যাট মিলে বাংলাদেশের ২৩৯ ম্যাচে অংশ নিয়েছেন তিনি।
৪৮ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ৫৩ টি-২০ ম্যাচ খেলেছেন মুশফিকুর। আশরাফুল খেলেছেন ৬১ টেস্ট, ১৭৫ ওয়ানডে, ২৩ টি-২০ ম্যাচ। সাকিব ৪২ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫০ টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন। তামিম ৪২ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৪৯ টি-২০ তে খেলেছেন। মাশরাফি ৩৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ৪৫ টি-২০ ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
. . . . . . . . .