সুপার টেনে বাংলাদেশের কোন খেলা কোথায়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৬, ১০:১২ পূর্বাহ্ণক্রীড়া প্রতিবেদক:
বিশ্ব টি-টোয়েন্টির সুপার টেনে বাংলাদেশের রয়েছে ৪টি ম্যাচ। সব প্রতিপক্ষই কঠিন। বি গ্রুপের বাংলাদেশে প্রতিপক্ষ হিসেবে আছে- অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
১৬ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশের পরের খেলা ২১ মার্চ।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
২৩ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে একই মাঠে রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ফের কলকাতায় বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
. . . . . . . . .