লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকলেও আশা ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোসও। তবে তার দলের ভাগ্য শীর্ষে থাকা বার্সেলোনার হাতে বলেও মনে করছেন এই ডিফেন্ডার।
স্পোর্তিং গিহনের মাঠ থেকে গত বুধবার ৩-১ গোলের জয় নিয়ে ফেরা বার্সেলোনা ২৪ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩।
লিগ শেষ হতে এখনও ১৪ রাউন্ড বাকি আছে। এর মধ্যে নিজেদের কাজটা করে যেতে চান রামোস।
“শিরোপার লড়াই এখনও শেষ হয়ে যায়নি। সামনে এখনও অনেক ম্যাচ আছে।”
“কিন্তু এটা সত্যি যে, আমাদের সবকিছু নির্ভর করছে বার্সেলোনার ফলের উপর। যদিও এখনও লিগ জিততে পারি বলে আশা আছে আমাদের।”
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে এএস রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল।
আগামী রোববার লা লিগায় মালাগার মুখোমুখি হবে রিয়াল। এর আগে রামোস বলেন, “আমাদের অবশ্যই মনোযোগ ধরে রাখতে হবে। নিশ্চিত করতে হবে আর কোনো পয়েন্ট যেন না হারাই। আর একদম শেষ পর্যন্ত বার্সেলোনাকে তাড়া করতে হবে।”
“আতলেতিকো মাদ্রিদও শিরোপা দৌড়ে এখনও আমাদের চেয়ে এগিয়ে আছে। তাই তাদের হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে হবে আমাদের,” যোগ করেন রামোস।
. . . . . . . . .