উসমান খাজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০১ পূর্বাহ্ণসম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার উসমান খাজা। সর্বশেষ বিগ ব্যাশেও তিনি ছিলেন উজ্জ্বল। এ কারণে নিয়মিতই খবরের শিরোনাম হন তিনি। তবে, এবার খবরের শিরোনাম হলেন ভিন্ন কারণে।
ঘটনাটি ঘটেছে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে। ম্যাচ খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাইছিলেন অজি ক্রিকেটাররা। সেই জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে মেলাতেই আর এক অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পার পেছনে যেভাবে হাত বোলাতে দেখা গেল খাজাকে তাতে আপনার খাজা সম্পর্কে হয়ত ধারণা বদলাতে পারে।
আর এই ভিডিও প্রকাশ হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও নিজের কৃতকর্মের জন্য কোনও লজ্জাবোধ নেই খাজার। টুইট করে তিনি বলেছেন, ‘বুঝতেই পারিনি ক্যামেরাটা আমার পেছন দিকে ছিল।’ ভিডিওটি দেখে এবার হাসবেন না কী করবেন নিজেই ঠিক করুন।
ভিডিও : ভিডিও দেখতে ক্লিক করুন——
https://youtu.be/jEvlMEFxW9M . . . . . . . . .