বিশের আগেই কোটিপতি!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২০ অপরাহ্ণখুব সহজেই কোটিপতি হওয়ার উপায় কি প্রশ্ন করা হলে আপনি নিশ্চয়ই বলবেন, কি আবার স্মাগলিং না হয় দুর্নীতি! আমি বলবো- না, অতিদ্রুত কোটিপতি হতে হলে আপনাকে খেলোয়াড় হতে হবে। যেমন হয়েছেন ঋষভ পন্ডিত। আজই নবম আইপিএলের নিলামে কোটিপতি হয়েছেন তিনি। ২ কোটি ২০ লাখ টাকায় (১ কোটি ৯০ লাখ রুপি) তাকে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
এদিনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুললেন ঋষভ। তার সেঞ্চুরিতে ভর করেই কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারালো টিম ইন্ডিয়া।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ঋষভ পন্ডিতের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে নামিবিয়া ৩৯ ওভারে অলআউট মাত্র ১৫২ রানে। সেঞ্চুরির বদৌলতে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান ঋষভ রাজেন্দ্র পন্ডিত।
তবে আসল পুরস্কারটা আসে কয়েক ঘণ্টা পর। বেঙ্গালুরুতে আইপিএল নিলামে এদিন আকর্ষণ ছিল ঋষভকে ঘিরেই। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে প্রবল টক্কর দিয়ে তাকে ২ কোটি ২০ লাখ টাকায় (১ কোটি ৯০ লাখ রুপি) তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
. . . . . . . . .