নিষিদ্ধ হচ্ছেন বাংলাদেশের দুই ফুটবলার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ৩:১১ অপরাহ্ণভারতের অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ঘরের মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যর্থতাসহ সম্প্রতি বাজে পারফরমেন্সের জন্য অব্যাহতি পেতে যাচ্ছেন বেশ কয়েকজন ফুটবলার।
পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও অসদাচরণের জন্য বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন জাতীয় দলের আরো দু’জন ফুটবলার। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তদন্ত কমিটির প্রতিবেদনে জাতীয় দল থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে পাঁচ জনকে। যাদের মধ্যে মামুনুল ইসলাম, এমিলি এবং আতিকুর রহমান মিশুকে বাজে পারফরমেন্স ও বয়সসীমার জন্য অব্যাহতি দিতে সুপারিশ করা হয়েছে।
তবে গোলরক্ষক শহীদুল ইসলাম ও উইঙ্গার সোহেল রানার কপাল পুড়ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জাতীয় দলের প্রতি কমিটমেন্টের অভাবের জন্য। একই কারণে জাহিদের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা চেয়ে সুপারিশ করেছে তদন্ত কমিটি। আর ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন বাফুফের এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে।
. . . . . . . . .