‘প্রেমিকা’ নিয়ে টানাটানি রোনালদোর ও নেইমারের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১০ পূর্বাহ্ণকয়েকদিন আগে পর্তুগিজ তারকা কেন্ডেলের ইনস্টাগ্রাম পেজে একের পর এক লাইক করেছিলেন। জল্পনা বাড়িয়ে তুলেছিলেন, তবে কি রোনালদোর নতুন বান্ধবীর নাম কেন্ডেল জেনার!
কেন্ডেল জেনার কার? ক্রিশ্চিয়ানো রোনালদোর না কি নেইমার দ্য সিলভার? কিম কারদাশিয়ানের বোন কেন্ডেলের প্রেমে মজেছেন দু’তারকাই। বলা যায়, কেন্ডেলকে নিয়ে ‘টাগ অফ ওয়ার’ চলছে নেইমার ও রোনালদোর।
কয়েকদিন আগে পর্তুগিজ তারকা কেন্ডেলের ইনস্টাগ্রাম পেজে একের পর এক লাইক করেছিলেন। জল্পনা বাড়িয়ে তুলেছিলেন, তবে কি রোনালদোর নতুন বান্ধবীর নাম কেন্ডেল জেনার! নেইমারও যে কেন্ডেলের প্রেমে পড়েছেন, তা এতদিন জানা যায়নি। জেনি আনদ্রাদের সঙ্গে নেইমারের সম্পর্ক রয়েছে বলে বাজারে খবর প্রচলিত রয়েছে। এর মধ্যেই কাহানি মে টুইস্ট! বিজ্ঞাপনের কাজে এর মধ্যেই কেন্ডেল এসেছিলেন বার্সায়। নেইমারের সঙ্গে সেখানেই দেখা হয় কেন্ডেলের। দু’ জনের অন্তরঙ্গ ছবি এখন দেখা যাচ্ছে ইনস্টাগ্রামেও। শেষ হাসিটা মনে হয় ব্রাজিলীয় তারকাই হাসলেন।
. . . . . . . . .