ভারতের কাছে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৬, ১০:১৪ অপরাহ্ণঅস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল সাত উইকেটে। ফলে, ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা।
এদিন অস্ট্রেলিয়ার দেয়া ১৯৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতকে জয় পেতে ব্যাট করতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত। ভারতের পক্ষে রোহিত শর্মা ৫২, শিখর ধাওয়ান ২৬, বিরাট কোহলি ৫০, সুরেশ রায়না ৪৯* ও যুবরাজ সিং ১৫* রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের অপরাজিত সেঞ্চুরিতে (১২৪ রান) নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের আগে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল অজিরা। এই ম্যাচের মাধ্যমেই ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হল। তিন ম্যাচেই দূর্দান্ত খেলে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।
. . . . . . . . .