দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬, ১:১৫ অপরাহ্ণস্পোর্টস রিপোর্টার : ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিরাজ-শান্তদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
চট্টগ্রামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। টুর্নামেন্টের শেষ প্রস্তুতি ম্যাচটিও ইংল্যান্ডের সঙ্গে জিতে পুরো আত্মবিশ্বাস নিয়ে মূল মঞ্চে খেলতে প্রত্যয়ী যুবারা।
বাংলাদেশ ছাড়া আরও ৫টি ম্যাচ রয়েছে সোমবার। চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মুখোমুখি হবে জিম্বাবুয়ে-নামিবিয়া। এছাড়া বিকেএসপি ১ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। অন্যদিকে দুই নম্বর মাঠে শ্রীলঙ্কা ও নেপাল, তিন নম্বর মাঠে আয়ারল্যান্ড ও কানাডা এবং চার নম্বর মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।
. . . . . . . . .