সাকিবের ‘৪০০’, প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য অর্জন!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬, ৪:২৮ অপরাহ্ণপ্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি অর্জন হয়ে গেল সাকিব আল হাসানের। আজ নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন।
টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারি তিনিই। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আবদুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১ উইকেটে। রাজ্জাকের ২০৭ উইকেট, সাকিবের ২০৬টি। টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরা তিনিই। তিন ধরনের ফরম্যাটেই আলাদা আলাদাভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক যে হয়ে যাবেন তাতে সন্দেহ নেই। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে সফল তো অবশ্যই। . . . . . . . . .